নীলফামারীর সৈয়দপুরে স্থানীয় উন্নয়ন সংস্থা ‘শার্প’ এর বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সংস্থার সাবেক সিনিয়র এরিয়া ম্যানেজার এসএম সাদেকুর রহমান।
৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে শহরের ক্যান্টনমেন্ট বাজার সংলগ্ন নিজ বাসভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সাদেকুর রহমানের স্ত্রী সমাজ উন্নয়নকর্মী সানজিদা বেগম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর তিনি শার্প এনজিওতে নিয়োগ লাভ করেন। কিন্তু কর্তৃপক্ষ গত ২ ফেব্রুয়ারী অজ্ঞাত কারণে তাকে চাকুরীচ্যুত করেন। চাকুরীচ্যুতির কারণ জানতে চাইলে কর্তৃপক্ষ তাকে বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শনসহ স্থানীয় থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে বলে তিনি দাবী করেন।
এছাড়াও তার পাওনা প্রদানেও সংস্থাটি বিভিন্ন অপকৌশল চালাচ্ছে বলে তিনি জানান। তিনি বলেন, চাকুরীতে নিয়োগের সময় তার শিক্ষাজীবনের যাবতীয় সনদ ও স্বাক্ষর করা ফাঁকা চেক সংস্থার কার্যালয়ে রাখা হয়েছে। কর্তৃপক্ষ ওইসব সনদকে পুঁজি করে তাকে নামমাত্র পাওনা পরিশোধের মাধ্যমে বিদায় করার পায়তারা করছে বলে তিনি দাবী করেন। এমনকি তার স্ত্রী সানজিদার সাথেও সংস্থার নির্বাহী পরিচালক অশালীন আচরণ করেছেন বলেও তিনি অভিযোগ করেন।
ভিন্নবার্তা/এসআর