নীলফামারীর সৈয়দপুর থানায় ওপেন হাউজ অনুষ্ঠিত হয়েছে। মুজিব বষের অঙ্গীকার,পুলিশ হবে জনতার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে থানা চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন, নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন সৈয়দপুর সাকেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু প্রমুখ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খাতামধুপুর ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী,সাবেক ইউপি চেয়ারম্যান ডা: শাহাজাদা সরকার, প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, পৌর কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন, এরশাদ হোসেন পাপ্প, আব্দুল খালেক সাবু, জাতীয় পাটির রওশন মাহানামা প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান। অনুষ্ঠানের আয়োজন করেন সৈয়দপুর থানা পুলিশ।
পুলিশ সুপার বলেন,যে কোন মূল্যেই নীলফামারী জেলা থেকে মাদক নিমূল করা হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ।চোরাচালানী,বাল্য বিবাহ,ইভটিজিং,জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ মুখ্য ভুমিকা পালন করছে। এসব দমনে চাই বিভিন্ন পেশা শ্রেণির মানুষের সচেতনা ও সহযোগিতা ।
ভিন্নবার্তা/এসআর