নীলফামারীর সৈয়দপুর থানার এক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ জনকে আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে এস আই ইন্দ্র মোহন, এস আই লক্ষী নারায়ন, এস আই খালেদ ফিরোজ নয়ন, এ এ আই রঞ্জন কুমার, এ এস আই পলাশ, এ এস আই শওকত, এ এস আই প্রফুল্ল চন্দ্র সঙ্গীয় ফোর্সসহ শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো শহরের মুন্সীপাড়ার বাহার উদ্দিনের ছেলে পলাশ, জব্বার খানের ছেলে শাহজাদা আরমান হাজারীহাট এলাকার বেরেন্দ্র রায়ের ছেলে শ্রী অনুকুল চন্দ্র রায়। একই এলাকার আজিজার রহমানের ছেলে লোকমান হাকিম, মোঃ মামুন শরফু মামুদের ছেলে মোঃ সুজা। এদের সকলকে রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে, আটক দুই জনকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৫ দিনের সাজা দেয়া হয়। এরা হলো ফয়জুল ইসলাম ও জিয়ারুল হক। সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বলেন, শহরের আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক রাখতে ও অপরাধ দমন করতে এ অভিযান অব্যাহত থাকবে।
ভিন্নবার্তা/এসআর