নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুর থেকে চুরি হওয়া ট্রাক্টর উদ্ধার করা হয়েছে কুড়িগ্রাম থেকে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ভোরে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার গোলাবাড়ি এলাকা থেকে ট্রাক্টরটি উদ্ধার করা হয়।
এ সময় কুষ্টারি এলাকার মৃত. তছলিম উদ্দিনের ছেলে রঞ্জু(৩৫) কে গ্রেফতার করা হয়।
সৈয়দপুর থানা সুত্র জানায়, কামারপুকুর ইউনিয়নের বকসাপাড়াস্থ রায়হান ইঞ্জিনিয়ারিং-এ ২২আগষ্ট সন্ধ্যায় মেরামত শেষে ট্রাক্টরটি রেখে যান মালিক আতাউর রহমান। পরদিন সকালে সেখানে গিয়ে ট্রাক্টরটি না পাওয়ায় অনেক খোঁজাখুজি করার পর ৯ সেপ্টেম্বর থানায় মামলা করেন তিনি।
মামলার সুত্র ধরে তদন্তের এক পর্যায়ে কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার গোলাবাড়ি থেকে ট্রাক্টরটি উদ্ধারসহ রঞ্জুকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুরে তারাগঞ্জ চৌরাস্তা থেকে নীলফামারী সদরের জহিমুদ্দিনের ছেলে সুজন আলী(১৯) কে গ্রেফতার করেন সৈয়দপুর থানার উপ-পরিদর্শক(এসআই) সাহিদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল হাসনাত খান জানান, ট্রাক্টরটি চুরি করে সুজন কুড়িগ্রামের রঞ্জুর কাছে দুই লাখ টাকায় বিক্রি করেছিলো। তারা চোরাই দলের সদস্য।
বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
ভিন্নবার্তা/এসআর