নোয়াখালীর সেনবাগ উপজেলায় আগুনে ১০ দোকান পুড়ে ছাই হয়েছে। এ সময় অন্তত ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ব্যবসায়ীদের।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নে খলিল মিয়ারহাট বাজারের হক মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে বাজার কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব আলী স্বপন জানান, সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ করে হক মার্কেটের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মার্কেটে আগুন ধরে যায়।
মার্কেটের ভেতরে গ্যাস সিলিন্ডার, ডিজেল, অকটেন ও কেরোসিন দোকান থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় ৩-৪টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। আগুনে হক মার্কেটের মন্নান কুলিং, হক ট্রেডার্স, ঢাকা সেলুন, হোমিও হল, ব্রাদার্স ব্যাণিজ্যের দুটি গোডাউনসহ মোট ৯টি দোকান সম্পন্ন এবং মার্কেট পার্শ্ববর্তী একটি দোকান আংশিক পুড়ে যায়। এতে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল ও নগদ অর্থ পুড়ে অন্তত ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে চৌমুহনী ও কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। তবে কারও অবস্থা গুরুতর নয়।
চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে চৌমুহনী ও কোম্পানীগঞ্জ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ব্যবসায়ীদের ভাষ্যমতে, বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ