রাজধানীর সূত্রাপুর এলাকায় ছিনতাইকারী ছুরিকাঘাতে আহত জিন্দা মন্ডল (৬০) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জিন্দা মন্ডল জামালপুর জেলার সরিষাবাড়ী থানার মালিপাড়া গ্রামের মো হাসান আলী মন্ডলের ছেলে। বর্তমানে পরিবার নিয়ে জুরাইন এলাকায় ভাড়া থাকতেন।
নিহতের ছেলে ইউসুফ মন্ডল বলেন, আমার বাবা পেশায় রিকশাচালক। রাতে ব্যাটারি চালিত রিকশা নিয়ে সূত্রাপুর এলাকা দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা তার গতিরোধ করে রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে আমার বাবা বাঁধা দিলে ছিনতাইকারীরা বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যায় আমার বাবা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন