
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার প্রত্যাশা ভবনে প্রত্যাশা সাংস্কৃতিক একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সঙ্গীতানুষ্ঠান “প্রত্যাশা শারদ সন্ধ্যা”।
শুক্রবার (৩ অক্টোবর ) সন্ধ্যা ৭টায় প্রত্যাশা সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে আয়োজনটির সূচনা হয়। মনোমুগ্ধকর এই সাংস্কৃতিক আসরে উপস্থিত দর্শকরা উপভোগ করেন রবীন্দ্র-নজরুলসহ লালন ও আধুনিক সুরেলা গান।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বেতার ও টিভি শিল্পী সঞ্চিতা দত্ত ও বিশ্বজিৎ দত্ত টিটু। তাদের সুরেলা কণ্ঠে ভেসে ওঠে বাঙালির আবেগ, চেতনা ও সৃষ্টির অনন্ত সৌন্দর্য।
আয়োজক প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সভাপতি কবি মনির হোসেন বরুণ ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক রিপন জানান, সঙ্গীত মানুষের জীবনের সৌন্দর্য, মানবতা ও প্রেরণার শক্তিকে জাগিয়ে তোলে। তাই নিয়মিতভাবেই তারা এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকেন।