করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় বৃহস্পতিবার রাতে তার করোনাভাইরাস পজিটিভ ফল আসে বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।
আক্রান্ত হলেও আরিফুল হক সবল রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী সুহেল আহমদ।
কয়েক মাস আগে আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরীও করোনাভাইরাসে আ্ক্রান্ত হয়েছিলেন। তখন আরিফুলের পরীক্ষা হলেও ফল নেগেটিভ এসেছিল।
ব্যক্তিগত সহকারী সুহেল জানান, গত তিন-চারদিন ধরে মেয়র আরিফুল হালকা জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন।
“যদিও আজ জ্বর-কাশি আগের তুলনায় কম ছিল। যে কারণে অফিসও করেছিলেন।”
সকালে আরিফুল নমুনা পরীক্ষার জন্য দেন, রাতে ফল পজিটিভ আসে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমানও মেয়রের পাশাপাশি নমুনা পরীক্ষা করিয়েছিলেন। তিনি আক্রান্ত হয়েছেন বলে পরীক্ষায় ধরা পড়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ