সিলেট প্রতিবেদক: সিলেটে সরকারি গুচ্ছগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শিশুটি মারা গেছে।
সোমবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাত ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে গুচ্ছগ্রামের মখদ্দছ আলীর মেয়ে।
এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) জকিগঞ্জ উপজেলার আটগ্রামের সরকারি গুচ্ছগ্রামে কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মখদ্দছ আলীর স্ত্রী রুশনা বেগম, দুই মেয়ে- ফাতিহা ও বুশরা অগ্নিদগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। অবস্থার অবনতি হলে তাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু বুশরার মৃত্যু হয়।
নিহতের বিষয়টি নিশ্চত করেছেন মৃত শিশু বুশরার নানা আলী হোসেন।
এমএম/শিরোনাম বিডি