সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর থানার ফেসবুক আইডির স্টোরিতে শেখ হাসিনার আংশিক ভিডিও বক্তব্য আপলোড হওয়ায় দুঃখপ্রকাশ করেছেন থানা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি) সিংগাইর থানার ফেসবুক আইডির স্টোরিতে আপলোড হওয়া শেখ হাসিনার বক্তব্যের ভিডিওটি ভাইরাল হবার আগেই কর্তৃপক্ষের নজরে এলে ভিডিওটি ডেলেট করে দিয়ে ঐ আইডি থেকে দুঃখপ্রকাশ করে একটি স্টাটাস দেয়া হয়।
স্ট্যাটাসে বলা হয়, অদ্য ইং ০৬/০২/২০২৫ তারিখ দুপুর অনুমান ১২:১৫ ঘটিকার সময় সিংগাইর থানার ব্যবহৃত Singair Ps ফেসবুক আইডি (যার আইডি লিং- https://www.facebook.com/ocsingair) এর স্টোরীতে শেখ হাসিনার ভিডিও বক্তব্য দৃশ্যমান হয়। যা সিংগাইর থানার ফেসবুক আইডি হতে সরকারি কোন পোস্ট নয়। আমরা ধারণা করছি কোন হ্যাকার এর মাধ্যমে বা প্রযুক্তিগত ক্রুটি-বিচ্যুতির কারণে হয়েছে। যা অনাকাঙ্খিত ও অনিচ্ছাকৃত। স্টোরীর উক্ত বক্তব্য দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে পোস্টটি ডিলিট এর ব্যবস্থা করা হয়েছে। তথাপিও সিংগাইর থানা পুলিশ অত্যান্ত দুঃখ প্রকাশ করছে। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ভবিষ্যতে যেন এ রকম অনাকাঙ্খিত ঘটনা আর না ঘটে সে ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এবিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম বলেন, কোন হ্যাকার চক্র থানার ফেসবুক আইডি হ্যাক করে শেখ হাসিনার ১৫ সেকেন্ডের একটি আংশিক ভিডিও বক্তব্য আইডির স্টোরিতে আপলোড করেছিল। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথেই আমরা ভিডিওটি ডিলিট করে দেই এবং আইডিটি আমাদের কন্ট্রোলে নিয়ে নিই। ভবিষ্যতে আমরা সতর্ক দৃষ্টি রাখব যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।