মানিকগঞ্জের সিংগাইর উপজেলা লোকমোর্চার ৩৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সিঙ্গাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আকরাম হোসনকে সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল গফুরকে সাধারণ সম্পাদক করা হয়। বুধবার (৫ ফেব্রুয়ারী) সংস্থাটির উপজেলা কার্যালয়ে এক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন উপলক্ষে সিংগাইর সরকারি কলেজের সাবেক অধ্যাপক জগদীশচন্দ্র মালোর সভাপতিত্বে বুধবার দুপুরে পৌর শহরের ওয়েব ফাউন্ডেশন প্রকল্প অফিস কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ওয়েব ফাউন্ডেশন ও লোকমোর্চার প্রকল্প কর্মকর্তা মোঃ হাবিবুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংস্থাটির সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।
পরে সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে ৩৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদে যারা স্থান পেয়েছেন তারা হলেন, সহ-সভাপতি হারুনুর রশিদ, আবু বক্কর সিদ্দিকী, আবু বকর সিদ্দিক, আনোয়ার হোসেন, রেখা রানী দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ওয়াহিদুজ্জামান শিরু, নুর উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক এম মহিবুল্লাহ মুহিব, আইন বিষয়ক সম্পাদক নিলুফা ইয়াসমিন নুর, প্রচার সম্পাদক সাংবাদিক মোবারক হোসেন, সহ প্রচার সম্পাদক সাংবাদিক জসিম উদ্দিন সরকার, নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক রাশেদা আক্তার, পারভিন আক্তার।
এছাড়া কমিটির নির্বাহী সদস্যরা হলেন শহিদুল ইসলাম সরকার, ইঞ্জিনিয়ার আলাউদ্দিন, দেওয়ান মুশফিকুল আলম, মোছাম্মদ আলিয়া বেগম, মানিক চন্দ্র দাস, রমিজ উদ্দিন, ইলিয়াস হোসেন, তপন খান, মাহাবুবুল ইসলাম, কামাল উদ্দিন বিশ্বাস, পারুল আক্তার, শাহজাহান দেওয়ান, শেফালী আক্তার, সাহিদা আক্তার, গীতা রানী, শাহনাজ পারভীন, পিপুল আক্তার, নাজমা নাসরিন, খালিদা খানম এ্যানি, লুৎফর রহমান লিটন ও সোনিয়া আক্তার।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন সমাজের গণ্যমান্য ব্যক্তবর্গ।