সাভার বাসস্ট্যান্ড এলাকার একটি দোকান থেকে হরকাতুল জিহাদ নামে নিষিদ্ধ সংগঠনের মাহফুজুর রহমান নামে এক জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাব-২ এর সদস্যরা। এসময় উদ্ধার করা হয়েছে জিহাদী বই, ট্রেনিং নেওয়ার ভিডিও সিডি ও ল্যাপটপ।
মঙ্গলবার (১৫) অক্টোবর সন্ধ্যায় সাভার বাসস্ট্যান্ড এলাকার আরএস টাওয়ার নামে মার্কেটের একটি দোকান থেকে তাকে আটক করা হয়।
আটক হাফেজ মাহফুজুর রহমান মানিকগঞ্জ জেলার ঘিওর এলাকার বাসিন্দা।
র্যাব-৪ (সিপিসি-২) এর কমান্ডার মেজর শিবলী সাদিক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের এক সদস্য সাভারে অবস্থান করছে এমন গোপন সংবাদে অভিযান পরিচালনা করেন র্যাব-২ এর সদস্যরা। পরে সাভার বাসস্ট্যান্ড এলাকার একটি দোকান থেকে তাকে আটক করা হয়।
র্যাব-২ এর এরিয়া কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, র্যাব-২ গোপন সূত্রে জানতে পারে মাহফুজুর নামে ওই ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র একে-৪৭ রয়েছে। পরে মঙ্গলবার বিকেলে প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে জিহাদী বই, ট্রেনিং নেওয়ার ভিডিও ও ল্যাপটপ উদ্ধার করা হয়। আটক মাহফুজুর হরকাতুল জিহাদের একন প্রশিক্ষিত সংগঠক।
আইআই/শিরোনাম বিডি