নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভার ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ২১০টি মুনিয়া, ৪২০টি তোতা ও ২১টি ঘুঘুসহ মোট ৬৫১ টি পাখি উদ্ধার করেছে ঢাকার বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের একটি দল।
সোমবার (২ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারে আশুলিয়ার ইটখোলা, জিরাবো এবং ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করে এসব পাখি উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, চাপাইনবাবগঞ্জ থেকে রাজধানীতে একটি যাত্রিবাহী বাসে করে পাখি নিয়ে আসছিলো একটি চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা সকালে টঙ্গী-আশুলিয়া-ডিইপিজেড সড়কের আশুলিয়ার জিরাবো ও ইটখোলা এলাকা থেকে কিছু পাখি উদ্ধার করে। পরে এই সূত্র ধরে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে আরও বেশ কিছু পাখি উদ্ধার করা হয়। সব মিলিয়ে মুনিয়া, তোতা ও ঘুঘু প্রজাতির মোট ৬৫১ টি পাখি উদ্ধার করেন তারা।
তিনি আরো বলেন, জব্দকৃত পাখিগুলো মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যানে অবমুক্ত করা হয়েছে। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
আইআই/শিরোনাম বিডি