সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের মিলিটারি ফার্ম এলাকায় যাত্রীবাহী বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক নারী (৪০) নিহত হয়েছেন। এঘটনায় পুলিশ ঘাতক বাসটি আটক করতে পারলেও এর চালক পালিয়ে গেছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের মিলিটারি ফার্ম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দাস জানান, রাতে ঢাকা-আরিচা মহাসড়কের মিলিটারি ফার্ম এলাকায় রাস্তা পারাপারের চেষ্টা করছিলেন অজ্ঞাত পরিচয় এক নারী। এসময় ঢাকা থেকে সাভারের নবীনগরগামী রাজধানী পরিবহনের একটি দ্রুত গতির বাস তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় ঘাতক বাসটি আটক করা গেলেও এর চালক পালিয়ে যায়।
তিনি আরো জানান, প্রাথমিক ভাবে নিহত নারী মানুষিক ভারসাম্যহীন বলে জানা গেছে। নিহতের লাশ উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এছাড়া নিহতের পরিচয় জানার পাশাপাশি ঘাতক বাসের চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আইআই/শিরোনাম বিডি