সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, গেন্ডা ও বলিয়ারপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো অন্তত তিন জন। তবে পুলিশ এখনও নিহতদের পরিচয় জানাতে পারেনি।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, গেন্ডা ও বলিয়ারপুর এলাকায় পৃথক এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষে দুই জন গুরুতর আহত হয়। পরে তাদের রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে একজনকে মৃত ঘোষনা করেন চিকিৎসক।
অপরদিকে রাতেই একই মহাসড়কের গেন্ডা এলাকায় অটোরিকশার ধাক্কায় অপর রিকশার দুই যাত্রীসহ তিন জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যলত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন।
এদিকে ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের বালিয়ারপুর বন্ধন সিএনজি পাম্প এলাকায় রাস্তা পারাপারের সময় এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুই জনের মরদেহ সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও থানা এবং নিহত অপর একজনের মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। একই সাথে নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আইআই/শিরোনাম বিডি