সাভারে অস্ত্র ও ম্যাগজিনসহ আটক ১
উপজেলা প্রতিবেদক (সাভার)

সাভার পৌর এলাকা থেকে ম্যাগজিন ও অস্ত্রসহ এক অস্ত্রধারীকে আটক করেছে র্যাব-৪।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) রাতে সাভারের ডগরমোড়া এলাকার মায়ের দোয়া জেনারেলের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটকের নাম নাজির হোসেন ওরফে ব্যারিস্টার (৩৩), তিনি সাভারের সোবহানবাগ এলাকার স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।
র্যাব জানায়, সাভারের ডগরমোড়া এলাকায় অস্বাভাবিক ঘোরাফেরা করছিলো ব্যারিস্টার। সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ম্যাগজিনসহ পিস্তল পাওয়া যায়। পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর উপ-পরিদর্শক কাউছার মাতুব্বর।
এএসবি/এমআই/শিরোনাম বিডি