সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং তাঁকে হেনস্তাকারীদের শাস্তির দাবি করেছেন সাংবাদিক নেতারা।
সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সম্মিলিত উপস্থিতিতে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে রোজিনা ইসলামের মুক্তির দাবিতে করা অবস্থান কর্মসূচি থেকে সাংবাদিকেরা এ আহ্বান জানান।
সচিবালয়ে সাংবাদিক রোজিনার ওপর হেনস্তাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং তাঁকে হেনস্তাকারীদের শাস্তির দাবিতে বুধবার জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেন সাংবাদিক নেতারা। ছবি : এনটিভি
মানবন্ধনে বক্তারা বলেন, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে তাঁর ওপর যে নির্যাতন চালানো হয়েছে, তা স্বাধীন গণমাধ্যমের পরিপন্থি।
অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান কর্মসূচিতে অবস্থানকারীরা।
ভিন্নবার্তা ডটকম/এন