করোনা নিয়ে বাংলাদেশের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের বর্তমানে অধ্যয়নরত এবং সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে প্রথমবারের মতো এক ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কানাডাসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে মেডিকেল কলেজটির ছাত্রছাত্রীরা ৩০ আগস্ট বাংলাদেশ সময় রাত ৮টা, আমেরিকা (পূর্ব) সময় সকাল ১০টা, কানাডার (পশ্চিম) সময় সকাল ৭টায় ওই আলোচনাসভায় অংশ নেবেন।
এতে বক্তব্য রাখবেন বিশিষ্ট চিকিৎসক ও চিকিৎসা বিজ্ঞানে অসামান্য অবদান রাখা চিকিৎসকরা। এদের মধ্যে আছেন- মোহাম্মদ এম রহমান তুহিন, মো. মুনির হোসেন খান স্বপন, বর্ণালী হাসান, সাত্তার সরকার, পারভেজ আলম ও শাকিল ফরিদ।
উল্লেখ্য, সারাবিশ্বের বিভিন্ন স্থান থেকে ৩০০ চিকিৎসকের অংশগ্রহণে মহামারী কোভিড ১৯-এর নানাবিধ সমস্যা এবং প্রতিকার নিয়ে ওই ভার্চুয়াল আলোচনা হবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ