গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় ভিয়েলাটেক্স লিমিটেডের (ইউনিট-২) তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। এঘটনায় তিনজন আহত হয়েছেন।
শুক্রবার বেলা ১টার দিকে আগুনের এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বিবিএস ক্যাবলের শ্রমিক ফারুক (৫৫), কারখানার দুইজন নিরাপত্তা প্রহরী।
কারখানার ব্যবস্থাপক সারোয়ার হোসেন জানান, দুপুর একটার দিকে কারখানার তুলার গুদামে ধোঁয়া দেখতে পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এসে যোগ দেয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি।
ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আলীমুজ্জামান জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসে ৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।