গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর এই মুহূর্তে ভারত এবং চীন সম্পর্ক খুব একটা বন্ধুত্বপূর্ণ নয়। কিন্তু তবুও চীনের অর্ধেকের বেশি মানুষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারকে পছন্দ করেন। এমনটাই দাবি করল চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস।
ভারত ও চীনের মধ্যে কোন দেশের সরকার বেশি পছন্দ চিনের জনগণের? এই প্রশ্নের উত্তর পেতেই সমীক্ষার আয়োজন করেছিল গ্লোবাল টাইমস। তাতেই প্রকাশ্যে এসেছে এই তথ্য।
সমীক্ষায় অংশগ্রহণ করা ৫০ শতাংশের বেশি চীনা নাগরিকই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের পক্ষে রায় দিয়েছেন। বাকি নাগরিক নিজের দেশের সরকারকেই পছন্দ করেছেন।
সমীক্ষায় আরও কয়েকটি প্রশ্ন রাখা হয়েছিল। তাতে জানা গিয়েছে, চীনের ৭০ শতাংশ মানুষ বিশ্বাস করেন বিগত কয়েকদিনে ভারত-চিন সম্পর্ক খারাপ হয়েছে। আবার ৩০ শতাংশ চীনা নাগরিকের বিশ্বাস ভবিষ্যতে ভারত-চীন সম্পর্ক ভালো হওয়ার আশা রয়েছে। যদিও ৯ শতাংশ নাগরিকের ধারণা, ভারত ও চীনের মধ্যে সম্পর্ক ভাল হলেও তা খুব বেশিদিন টিকবে না। কিন্তু ২৫ শতাংশ মানুষের আবার বিশ্বাস, ভবিষ্যতে ভারত ও চীনের সম্পর্ক মজবুত হবে।
সীমান্ত নিয়ে সংঘর্ষের পরই ভারতে চীনা দ্রব্য বয়কটের ডাক জোরালো হয়েছে। মনে করা হচ্ছে, এর প্রভাব চিনের অর্থনীতে বেশ ভালভাবেই পড়েছে। ভারতের মতো বিশাল দেশের বাজার হারাতে হয়েছে শি জিনপিং সরকারকে। তার ফলে চীনের সাধারণ নাগরিকদের মনে সরকারের প্রতি বিরূপ প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ