ভোলার চরফ্যাশনের শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শান্ত নগর নামক স্থান থেকে একটি ট্রাকসহ তিনটি চোরাই গরু ও তিন চোরকে আটক করা হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় এওয়াজপুরের দুই চৌকিদার এদের আটক করেন।
আটককৃতরা হচ্ছে- চরফ্যাশন পৌরসভা ৪নং ওয়ার্ডের মোঃ মিন্টুর ছেলে মো নয়ন (২০), হাতেম হাওলাদারের ছেলে ফয়সাল হাওলাদার (১৯) ও এওয়াজপুর ৩নং ওয়ার্ডের আলী আকবর চৌকিদারের ছেলে ট্রাক ড্রাইভার নোমান চৌকিদার (৩৫)।
সরেজমিন গিয়ে জানা যায়, শশীভূষণ থানা এলাকায় বেশ কিছুদিন যাবৎ চোরের উৎপাত বেড়ে যায়। বিষয়টি স্থানীয় এওয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম খোকন অবগত হলে গ্রাম পুলিশ দিয়ে পাহারার ব্যবস্থা করেন।
তারই অংশ হিসেবে স্থানীয় ৭ ও ৮নং ওয়ার্ডের চৌকিদার মোঃ আনোয়ার ও নজরুল পাহারায় বসেন। বৃহস্পতিবার দিবাগত-রাত আনুমানিক ২টার সময় (৩১ জুলাই) একটি গরুবাহী ট্রাক আরব নগর (ভূতের খেয়া) ব্রিজ পার হওয়ার সময় তাদের আচরণ সন্দেহজনক হলে তাদেরকে দাঁড়াতে বলা হয়।
এসময় তারা না দাঁড়িয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। চৌকিদাররা মোটরসাইকেলে তাদের পিছু নেয় এবং মোবাইল ফোনে স্থানীয় জনগণের সাহায্য চাইলে স্থানীয় জনগণ একাধিক মোটরসাইকেলের মাধ্যমে তাড়া করে শান্ত নগর নামক স্থানে তাদেরকে আটক করতে সক্ষম হযন।
পরে চৌকিদাররা ঘটনাটি চেয়ারম্যানকে জানালে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন ও পুলিশকে সংবাদ দেন। সংবাদ পেয়ে শশীভূষণ থানার সেকেন্ড অফিসার কমলেশ দাসের নেতৃত্বে তাদেরকে থানায় নেয়া হয়।
এ ব্যাপারে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন ও মামলার প্রস্তুতি চলছে বলে শীর্ষবাণী ডটকমকে জানান।
ভিন্নবার্তা ডটকম/এসএস