বরকতময় রজনী পবিত্র শবে বরাতে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। টুইটারে দেয়া এক শুভেচ্ছা বার্তায় এরদোগান বলেন, আমি আশা করি লাইলাতুল বরাত তুর্কি জনগণ, মুসলিম বিশ্ব ও মানবতার জন্য কল্যাণ বয়ে আনবে।
টুইট বার্তায় কোরআনের সূরা দুখানের চতুর্থ আয়াত ‘এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়’ এর উদ্ধৃতি দেন এরদোগান।
তিনি বলেন, আমি মহান আল্লাহর কাছে প্রত্যাশা করি যে,পবিত্র লাইলাতুল বরাতে আসমান ও জমিন আল্লাহর রহমত ও করুণায় ভরে উঠবে, পবিত্র এ রাতটি তুর্কি জনগণ, বিশ্বের সকল মুসলিম ও মানবতার জন্য কল্যাণ ও সৌন্দর্যের কারণ হোক।
নামাজ, রোজা ও তেলাওয়াতের মাধ্যমে এ রাতে সবাইকে মানবজাতির মুক্তি ও কল্যাণের জন্য দোয়া করারও আহবান জানান এরদোগান। টুইটের আলাদা ক্যাপশনে এরদোগান লিখেন, ‘সবাইকে বরকতময় এ রাত্রির শুভেচ্ছা’।
ভিন্নবার্তা ডটকম/এসএস