ঝিনাইদহ সদর উপজেলায় মাঠ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ভিটসর গ্রামের একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত নারীর নাম কালীদাসী রানি (১০৫)। তিনি ওই গ্রামের মৃত বিজয় গোপাল বিশ্বাসের স্ত্রী। নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোজলেম তালুকদার বলেন, সোমবার বিকেলে শাক তোলার জন্য বাড়ির পাশের মাঠে যান কালীদাসী রানি। এরপর আর তিনি বাড়ি ফেরেননি।
অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের লোকজন তাঁকে পায়নি। আজ সকালে মাঠে কালীদাসী রানির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তিনি আরও জানান, মৃতের গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। কাদার মধ্যে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ভিন্নবার্তা/এমএসআই