লেবাননের রাজধানী বৈরুত থেকে ৪১২ বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তারা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
করোনা ভাইরাসের কারণে প্লেন চলাচল বন্ধ থাকায় দীর্ঘদিন যাবত নিবন্ধিত বাংলাদেশিদের দেশে ফেরার পথ বন্ধ ছিল। বৈরুতের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ সরকার আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে। এরই অংশ হিসেবে শুক্রবার দেশে ফেরেন এসব বাংলাদেশি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ দপ্তরের কর্মকর্তারা তথ্যটি নিশ্চিত করেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস