লেবাননের বৈরুতে মারাত্মক শক্তিশালী বিস্ফোরণে ৭৮ জন নিহত এবং ৪ হাজার জন আহত হওয়ার ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, সেটি ভয়াবহ একটি হামলা ছিল।
অন্যদিকে, এর আগে বিস্ফোরণের ঘটনাকে একটি দুর্ঘটনা বলে দাবি করেছে লেবানন।
ট্রাম্প বলেন, ‘মনে হচ্ছে এটি ভয়াবহ একটি হামলা। ’ তার সামরিক উপদেষ্টারাও মনে করছেন এটি একটি হামলা, যোগ করেন তিনি।
বুধবার (৫ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ট্রাম্প।
এদিকে মারাত্মক এ বিস্ফোরণের কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বন্দরের একটি গুদামে গত ছয় বছর ধরে মজুদ করে রাখা ২ হাজার ৭শ’ টন অ্যামোনিয়াম নাইট্রেট থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে।