লালমোহন (ভোলা) প্রতিনিধি: বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) লালমোহন উপজেলা শাখার ২০২৫- ২০২৬ অর্থবছরের নতুন কমিটি গঠন ও নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) রাতে লালমোহন বাজারের ফারিয়া অফিসে নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়। এর আগে ২১ আগষ্ট বৃহস্পতিবার রাতে নতুন কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি মো. হাসান পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. শরিফ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো. নাদিম পাটোয়ারী, সহসভাপতি মো. সবুজ,মো. সোহাগ, মো. শহিদুল ইসলাম, মো. আবু তৈয়ব,সহসাধারণ সম্পাদক মো. হাবিববুউল্ল্যাহ, মো.শাহিন,মো.জাহিদ, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন প্রমুখ।
অধিকার আদায়ে আমরা সবাই একসাথে এই স্লোগান কে ধারণ করে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) লালমোহন উপজেলা শাখার ২০২৫-২৬ সালের ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সকলকে পরিচয় করিয়ে দেন সহসাধারণ সম্পাদক মো. জাহিদ।
ছবির ক্যাপশনঃ লালমোহনে ফারিয়া'র নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে এর সদস্য বৃন্দ।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051