1. [email protected] : admin : jashim sarkar
  2. [email protected] : admin_naim :
  3. [email protected] : admin_pial :
  4. [email protected] : admin : admin
  5. [email protected] : Rumana Jaman : Rumana Jaman
  6. [email protected] : Saidul Islam : Saidul Islam
লকডাউন ভেঙে বিয়ে, ৫০ অতিথিসহ বর-কনে গ্রেফতার |ভিন্নবার্তা

লকডাউন ভেঙে বিয়ে, ৫০ অতিথিসহ বর-কনে গ্রেফতার

vinnabarta.com
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০, ১২:৫২ অপরাহ্ন

লকডাউন না মেনে বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়ায় বর-কনেসহ অতিথিদের গ্রেফতার করা হয়েছে। রোববার দক্ষিণ আফ্রিকায় ৪৮ বছর বয়সী জাবুলানি জুলু ও তার চেয়ে দুই বছরের ছোট কনে নোমথানডাজো মাখিজকে বিয়ে করেন। কিন্তু হঠাৎ করেই অস্ত্রসহ পুলিশ এসে তাদের বিয়ের অনুষ্ঠানে বাধা দেন। বর-কনেকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে ওঠানোর ছবিও সামাজিকমাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে।

প্রাণঘাতী করোনাভাইরাস রুখতে দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় সপ্তাহের লকডাউন চলছে। কিন্তু গণজমায়েত বন্ধের নির্দেশনা সত্ত্বেও খাওজুলু নাতাল অঞ্চলে ওই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পরে বিয়ে পড়ানো পাদ্রী ও ৫০ অতিথিসহ সবাইকে গ্রেফতার করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরে মুচলেকায় সই নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

পুলিশ মুখপাত্র ভিশ নাইডো বলেন, অনুষ্ঠান চালিয়ে যাওয়ার মতো যৌক্তিক কোনো কারণ আছে বলে দেখছি না। আর এমন কিছু করতে গেলে প্রত্যেককে জেরা করার পাশাপাশি তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস

আরো পড়ুন

মাসিক আর্কাইভ

© All rights reserved © 2021 vinnabarta.com
Customized By Design Host BD