রৌমারী সীমান্তে ভারতীয় বন্যহাতির তাণ্ডবে প্রায় ২০ বিঘা জমির পাকা ধান নষ্ট হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে ভারতের কালাইরচর থেকে রৌমারী উপজেলার আলগারচর সীমান্ত দিয়ে অন্তত ২০ সদস্যের একটি হাতির দল নেমে আসে। এতে মিয়াপাড়া, বালিয়ামারী, ব্যাপারীপাড়া, লাঠিয়ালডাঙ্গা, বাগানবাড়ি, বংশিরভিটা, আলগারচর, উত্তরআলগারচর, খেওয়ারচর গ্রামের অন্তত ২০ বিঘা জমির পাকা ধান নষ্ট করে। গভীর রাতে এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঢোল বাজিয়ে ও আগুল জ্বালিয়ে হাতি তাড়াতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, সাময়িকভাবে হাতি তাড়ানো সম্ভব হলেও বছরের এ সময়টায় প্রায় প্রতিদিনই নেমে আসছে হাতির পাল। নষ্ট করে ফেলে ধান, পাট, আঁখ, গমসহ নানা ধরণের ফসল। এ বিষয়ে বিজিবি’র বালিয়ামারী কোম্পানি কমান্ডার মো. মিজানুর রহমান জানান, সীমান্তে প্রায় প্রতিরাতে ভারতীয় বন্যহাতি নেমে আসছে। ফসলের ক্ষতি করছে। আমরা যথাসাধ্য হাতি তাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিা।
ভিন্নবার্তা ডটকম/ প্রতিনিধি/ এসএস