রৌমারীতে ৪৫২ পিস ইয়াবা ও অর্ধগ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি’র গোয়েন্দা শাখার সদস্যরা। রোববার বিকেলে উপজেলার ধনারচর ডিসি সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো- আজাদ মিয়া (৩৯) ও আবুল কামাল ওরফে ল্যাংরা কামাল (৩৮)। তাদের একজনের বাড়ি রৌমারী উপজেলার উত্তরআলগারচর ও অপরজনের বাড়ি দক্ষিণআলগারচর গ্রামে। এসময় তাদের নিকট থেকে ১৫০ সিসি একটি পালচার মোটরসাইকেলও জব্দ করা হয়। পরে আটককৃতদের রৌমারী থানায় হস্তান্তর করে বিজিবি।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় বিজিবি’র বিআইপি’র গোয়েন্দা শাখার তৎপরতায় গত কয়েক মাস ধরে ব্যাপক পরিমাণ মাদকদ্রব্য ও মাদক ব্যবসায়ী আটক হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী। রৌমারী থানার ওসি হাসান ইনাম ভিন্নবার্তা ডটকমকে জানান, আটক মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মাদকের নিয়মিত মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস