
রৌমারী (কুড়িগ্রাম) : রৌমারীতে ব্রীজ নির্মাণ কাজে ঠিকাদারের গাফিলতি ও এলজিইডির দূর্বলতার কারণে কাজের ধীরগতি। ৭টি ব্রীজের ৪৩ কোটি টাকার নির্মান কাজে ঠিদাদারের গাফিলতি ও কাজের ধীরগতির জনসাধারণ ভোগান্তিতে পড়েছে। অপর দিকে ব্রীজের কাজ শেষ না করেই ঠিকাদার লাপাত্তা হয়ে পড়েছে। ব্রীজের কাজ না করায় ৭টি ব্রীজের সাথে সংযোগ সড়কটি বিচ্ছিন্নতার কারণে উক্ত অঞ্চলের হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। এদিকে কয়েক দফা কাজের মেয়াদ বাড়ালেও প্রশাসনিক দূর্বলতার কারণে ঠিকাদার ইচ্ছেমত সময় কালক্ষেপন করছে। সময় বাড়ালেও তাদের বিরুদ্ধে নেয়া হয়নি আইনি ব্যবস্থা। অপরদিকে ব্রিজ গুলো নির্মাণ কালে জনদূর্ভোগ লাঘবে বাইপাস সড়ক নির্মাণের বরাদ্দ থাকলেও ঠিকাদার তার খেয়াল খুশিমত পথচারিদের জন্য আধাভাঙ্গা বাঁশের সাঁকো নির্মাণ করেন। যে বাইপাস সড়ক বা বাঁশের সাঁকো দিয়ে জনসাধারণের পারাপারে চরম ভোগান্তি লক্ষ্য করা গেছে। এমন কি কাজের মেয়াদ অর্থ বরাদ্দ বিষয়ে কোন সাইন বোর্ডও ঝোলানো হয়নি। ব্রীজ নির্মাণে ধীরগতি হওয়ায় পৃথক পৃথক ভাবে ৬ টি ইউনিয়নের ৫০ টি গ্রামের ৭০ হাজার মানুষের দুর্ভোগের শেষ নেই। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।
সরে জমিনে জানা গেছে, স্বাধীনতার ৫৩ বছরে উন্নয়ন বঞ্চিত কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার স্থানীয় সরকার ও প্রকৌশলী বিভাগের অধিনে (এলজিইডির) প্রোগ্রাম ফোর সার্পোটিং রোরাল, অনুর্ধ ১০০ মিটার ও ঘুর্ণীঝড় আমপান ও বন্যায় ক্ষতিগ্রস্থ পুর্ণবাসন প্রকল্পের আওতায় ২০২১-২০২২ ও ২০২৩ ও ২০২৪ অর্থ বছরে মোট ৪৩ কোটি ১৬ লাখ ২২ হাজার ৫৪৫ টাকা ব্যায় সাপেক্ষে ৭টি ব্রীজ নির্মানের কাজ টেন্ডার হয়েছে। এ ব্রীজ গুলো টেন্ডারের গ্রহনের মাধ্যমে ঠিকাদার উল্লেখিত ব্রীজের কাজ শুরু করেন। যেমন বালিয়ামারী জিসি চুলিয়ারচর সড়কে ৩৬.০৬ মিটার, থানামোড় দাঁতভাঙ্গা জিসি ভায়া বাঞ্ছারচর সড়কে ৩৬.০৬ মিটার, বালিয়ামারী জিসি ভায়া চুলিয়ারচর সড়কে ৬০.০৬ মিটার, কর্তীমারী জিসি বড়াইবাড়ি বিওপি ক্যাম্প ভায়া বাওয়াইর গ্রাম সড়কে ৬০.০৬ মিটার, থানা মোড়-দাঁতভাঙ্গা জিসি ভায়া বাঞ্ছারচর সড়কে ৩০.০৬ মিটার, কর্তিমারী বড়াইবাড়ি খালের উপর কাশিয়াবাড়ী সড়কে ৯৬ মিটার, রৌমারী হাপাতীকান্দা গ্রাম থেকে বেহুলারচর সড়কে ৫৭ মিটার ও শৌলমারী আরএমএইচ জয়নাল চেয়ারম্যানের বাড়ির নিকট সড়কে ৪২ মিটার।
এসব ব্রীজের কাজ দেড় বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও কয়েক দফা সময় নিয়েও দেড় থেকে আড়াই বছরেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদার। রৌমারী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সুত্রে ও সরেজমিনে গিয়ে দেখা গেছে, বালিয়ামারী জিসি চুলিয়ারচর সড়কে ১৬৪ মিটার চেইনেজ ৩৬.০৬ মিটার দীর্ঘ ব্রীজটি মেসার্স দুর্গা এন্টারপ্রাইজ দেওয়ানগঞ্জ জামালপুর ৩ কোটি ৯৬ লাখ ৩১ হাজার ৫৭৫ টাকা, থানামোড় দাঁতভাঙ্গা জিসি ভায়া বাঞ্ছারচর সড়কে ৩৩০০ মিটার চেইনেজ ৩৬.০৬ মিটার দীর্ঘ ব্রীজটি এমএইচএন-কেএইচ-জেভি বেলতলী বাজার দেওয়ানগঞ্জ জামালপুর ৪ কোটি ৩১ লাখ ৮৭ হাজার ৮৪ টাকা, বালিয়ামারী জিসি ভায়া চুলিয়ারচর সড়কে ৯১০৫ মিটার চেইনেজ ৬০.০৬ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রীজ নির্মান মীর হাবিবুল উত্তর বড়গাছা নাটোর ৪ কোটি ৮৫ লাখ ২৫ হাজার ৩২৮ টাকা, কর্তীমারী জিসি বড়াইবাড়ি বিওপি ক্যাম্প ভায়া বাওয়াইর গ্রাম সড়কে ১৬০০ মিটার চেইনেজ ৬০.০৬ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রীজ নির্মান এমসিই-এমবিই (জেভি) মেলান্দহ জামালপুর ৫ কোটি ৮৯ লাখ ৮৮ হাজার ৫৮১ টাকা, থানা মোড়-দাঁতভাঙ্গা জিসি ভায়া বাঞ্ছারচর সড়কে ১০০০ মিটার চেইনেজ ৩০.০৬ মিটার দীর্ঘ ব্রীজটি নির্মান খাইরুল এন্টারপ্রাইজ ত্রিমোহনী বাজার খলিলগঞ্জ কুড়িগ্রাম ৩ কোটি ২০ লাখ ৬৩ হাজার ৮০৩ টাকা, কর্তিমারী বড়াইবাড়ি খালের উপর কাশিয়াবাড়ী সড়কে ১৩৫০ মিটার চেইনেজ ৯৬ মিটার দীর্ঘ ব্রীজটি নির্মান এনএ-ই-এমডি-ই (জেভি) ১১ কোটি ৮৫ লাখ ৮৩ হাজার ৪০৩ টাকা, রৌমারী হাপাতীকান্দা গ্রাম থেকে বেহুলারচর সড়কে ৭০০ মিটার চেইনেজ ৫৭ মিটার দীর্ঘ গার্ডার ব্রীজটি নির্মান লোকমান হোসেন এন্ড মোস্তফা কামাল (জেবি) নেওয়াজ পার্ক বি-বাড়িয়া ৫ কোটি ৮৩ লাখ ৫৮ হাজার ৫৮ টাকা, শৌলমারী আরএমএইচ জয়নাল চেয়ারম্যানের বাড়ির নিকট সড়কে ৫ মিটার চেইনেজ ৪২ মিটার দীর্ঘ গার্ডার ব্রীজটি নির্মান মেসার্স কেএম আবু বক্কর এন্ড আকাশ ট্রেডার্স কুড়িগ্রাম ৩কোটি৪৮লাখ১০হাজার৭১৩ টাকা ব্যায়ে নির্মানে দরপত্র আহ্বানের মাধ্যমে সর্বনি¤œ দরদাতা হিসেবে কাজ গুলি পায় উপরোক্ত ঠিকাদারীপ্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের মালিকগন কাজ গুলি বিক্রি করে দেন স্থানীয় ঠিকাদারের নিকট। ফলে কাজে চরম গাফলতি লক্ষ্য করাযায়। কাজ বন্ধ রাখার বিষয়ে একাধিক ঠিকাদারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে কাউকে পাওয়া যায়নি।
এবিষয়ে উপজেলা প্রকৌশলী মনসুরুল হক বলেন, বন্যা জনিত কারনে কাজ গুলি বন্ধ রয়েছে। খুব শিঘ্রই কাজ চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য ঠিকাদারদের তাগাদা দেয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/ এন