কুড়িগ্রামের রৌমারীতে কৃষকের ধান কেটে দিল উপজেলা ছাত্রলীগ কর্মীরা। ২০ মে (বুধবার) সকালের দিকে রৌমারী উত্তরপাড়া গ্রামের কৃষক আব্দুর রশিদের ৩০ শতক জমির ধান কেটে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাবেক ছাত্রলীগের সভাপতি মাইদুল ইসলাম, আব্দুর রশিদ, সাব্বির হোসেন সুজন ইসতেআরা ইলা পারভীন প্রমূখ।
কৃষক আব্দুর রশিদ ৩০ শতাংশ জমি ইরি ধানের আবাদ করেন। কিন্তু শ্রমিক সংকটের কারণে ও মুজুরী বেশি হওয়ায় ধান কাটতে পারছিলেন না। পরে সংবাদ পেয়ে ছাত্রলীগের কর্মীরা ওই কৃষকের সব ধান কেটে দেন। এ বিষয়ে আব্দুর রশিদ আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, একদিকে লকডাউন আরেকদিকে রোজার কারণে কোনোভাবেই ধান কাটা কামলা নিতে পারছিলাম না। এ সময় ছাত্রলীগের ছেলেরা আমার ধান কেটে দেওয়ায় আমি খুশি।
ছাত্রলীগের মাইদুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি আমরা। আশা করি এ উদ্যোগ অব্যহত থাকবে।
ভিন্নবার্তা ডটকম/মোস্তাফিজুর রহমান তারা/এসএস