অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা।
এরই ধারাবাহিকতায় ফেসবুকে বিনোদনজগতের অনেকেও সাংবাদিক রোজিনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বাউলশিল্পী কুদ্দুস বয়াতী মঙ্গলবার (১৮ মে) এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন-
‘সাংবাদিক নয়, দুর্নীতিবাজদের ধরুন.. …
রোজিনা ইসলামের মুক্তি চাই…’
প্রসঙ্গত, অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর শাহবাগ থানা পুলিশে সোপর্দ করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এরপর মঙ্গলবার (১৮ মে) সকালে তাকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার।
পরে রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এরপর প্রিজন ভ্যানে করে তাকে গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়।
ভিন্নবার্তা ডটকম/এন