রূপগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে রফিজা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাঈদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
ওই নারীর বাড়ি উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো এলাকায়।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাঈদ আল মামুন জানান, রফিজা বেগম করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল।
পরে গত বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। এর আগে, গত ৬ এপ্রিল ওই নারী করোনায় আক্রান্ত বলে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানায়। পরে ওই নারীকে কুর্মিটলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। করোনায় আক্রান্তের মৃত্যুর খবরে সাধারণ মানুষেল মনে আতঙ্ক বিরাজ করছে।
ভিন্নবার্তা/এমএসআই