করোনা চিকিৎসার জন্য ডেডিকেটেড রাজধানীর রিজেন্ট হাসপাতালে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দুপুরের পর থেকে উত্তরা ও মিরপুরের দুটি শাখায় এ অভিযান চলছে। অভিযান পরিচালনা করছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
অভিযানে হাসপাতালের কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় র্যাব ম্যাজিস্ট্রেট জানান, করোনার পরীক্ষা ছাড়াই হাসপাতালটি সনদ দিতো এমন অভিযোগ পাওয়া গেছে। এছাড়া চিকিৎসার অতিরিক্ত বিল নেয়া ও অব্যবস্থাপনার অভিযোগ আসায় অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস