হোলি আর্টিজান মামলার রায়ে সাত আসামিকে মৃত্যুদন্ডাদেশ প্রদানে সন্তোষ প্রকাশ করেছেন নিহত এসি রবিউলের স্ত্রী উম্মে সালমা ।একই সাথে এই রায় দ্রুত কার্যকর করার দাবী জানান তিনি।
বুধবার দুপুরে তার নিজ কর্মস্থল সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন ।
এসময় তিনি আরো বলেন, আমি,আমার পরিবারের সদস্যরাসহ পুরো দেশবাসীর প্রত্যাশা ছিল যারা এই ঘটনার সাথে জড়িত তাদের যেন দৃষ্টান্তমুলক শাস্তি হয়।
আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী রায় পেয়েছি।এখন এই রায়টা উচ্চ আদালতে বহাল রেখে দ্রুত যেন কার্যকর হয় বলেন, উম্মে সালমা।
এসময় তিনি স্বামীর স্মৃতিচারন করে বলেন, তার স্বামী কন্যা সন্তান চেয়েছিলেন ।হামলায় মারা যাওয়ার পর তার একটি কন্যা সন্তান হয় ।তবে দুর্ভাগ্য তার স্বামী এটি জেনেও যেতে পারেনি ।
হলি আর্টিজানে জঙ্গিদের প্রতিরোধ করতে গিয়ে তাদের হামলার নিহত হোন পুলিশের এসি রবিউল ।এ ঘটনার পর তার স্ত্রীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রসাশনিক কর্মকর্তা পদে দেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই কর্মরত আছেন।তার এক ছেলে ও এক মেয়ে নিয়ে সাভারেই বসবাস করেন তিনি।
এ্আরএ/ শিরোনাম বিডি