বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজে নিয়োজিত ভারতীয় প্রায় দুই শতাধিক শ্রমিক দেশে স্বজনদের কাছে ফিরতে চাইছে। সোমবার সকালে বাড়ি ফিরতে রামপাল উপজেলার সাপমারী-কৈগর্দশকাঠি এলাকার নির্মাণাধীন ওই বিদ্যুৎ প্রকল্পের শ্রমিকরা প্রধান ফটকের বাইরে বের হয়ে খুলনা-মোংলা মহাসড়কে অবস্থান নেয়।
দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের সঙ্গে শ্রমিকদের বাদানুবাদ হয়। এক পর্যায়ে পুলিশ এসব শ্রমিককে বুঝিয়ে প্রকল্প এলাকার ভেতরে নিয়ে যায়। বিক্ষুব্ধ ভারতীয় শ্রমিকদের বুঝাতে বিকেলে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের উপপ্রকল্প পরিচালক মো. রেজাউল করিম বৈঠকে বসেছেন।
ভারতীয় শ্রমিকরা সাংবাদিকদের বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে আমরা পরিবারের সদস্যদের নিয়ে উদ্বিগ্ন রয়েছি। বাড়িতে স্ত্রী, সন্তান মা, বাবা তারা কেমন আছেন তা আমরা জানতে পারছি না। দিন যত যাচ্ছে তত আমরা ভয়ে আছি। তাপবিদ্যুৎ কেন্দ্রে এখন কাজ বন্ধ রয়েছে। সবকিছু মিলিয়ে আমরা ভালো নেই। পরিবারের কাছে দেশে ফিরতে এখানকার কর্তৃপক্ষকে বারবার বলা হলেও তারা আমাদের ফেরার ব্যবস্থা করছে না। তাই আমরা সবাই দেশে ফিরতে প্রকল্প এলাকা দিয়ে বাইরে বের হয়ে রাস্তায় অবস্থান নেই। পরে পুলিশ এসে আমাদের ভেতরে নিয়ে যায়। তাদের দেশে ফেরানোর উদ্যোগ নিতে সরকারের সহযোগিতা চেয়েছেন উদ্বিগ্ন শ্রমিকরা।