প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী আইডি হাসপাতালে এক নার্স ভর্তি হয়েছেন। তিনি রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালের নার্স। শুক্রবার তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শনিবার তাকে আইডি হাসপাতালে পাঠানো হবে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসা কমিটির প্রধান ডা. আজিজুল হক আজাদ সংবাদ সম্মেলনে জানান, সন্দেহভাজন ওই নার্স বর্তমানে অবজারভেশনে আছেন। তার শরীরের তাপমাত্রা একশ দশমিক ০৫। তাকে রাজশাহীর সংক্রমণ আইডি হাসপাতালে নেওয়া হয়েছে। উপসর্গ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হবে।
তিনি আরও জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবজারভেশনে বর্তমানে ১২ জন রোগী আছেন। এদের মধ্যে আটজনকে ছাড়পত্র দেওয়া হবে। বাকি চারজনকে অবজারভেশনে রাখা হবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস