দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭০৯ জনের করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। ঢাকা বিভাগে ও রাজধানী ঢাকায় দেশের সর্বাধিক করোনা আক্রান্ত ব্যক্তি রয়েছেন। এর মধ্যে রাজধানীর রাজারবাগ ও কাকরাইল শীর্ষে রয়েছে।
আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, রাজধানীর ১০ করোনা হটস্পট হলো- রাজারবাগ, কাকরাইল, যাত্রাবাড়ী, মুগদা, মহাখালী, মোহাম্মদপুর, লালবাগ, তেজগাঁও এবং বাবুবাজার।
এছাড়া দেশে নতুন ৭০৯ জনের করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩৪ জন। এছাড়া এ সময়ে সাত জনের মৃত্যু হওয়ায় দেশে মোট করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২০৬ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টা সময়ে দেশে সুস্থ হয়েছেন ১৯১ জন বলে জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/এসএস