জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা। মিছিল থেকে শাহবাগ থানা বিএনপির দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেলে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।
তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শাহবাগ, সূত্রাপুর, মতিঝিলসহ বিভিন্ন থানায় দলের নেতাকর্মীরা মিছিল করেছেন।
সালাম বলেন, সরকার জ্বালানি তেলের দাম অশ্বাভাবিকভাবে বাড়িয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধি এবং তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে দেশের জনগণ এমনিতেই দিশেহারা। এরই মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ানো হল। এর প্রভাব সর্বক্ষেত্রে পড়বে। জনগণের নাভিশ্বাস উঠবে।
ভিন্নবার্তা ডটকম/এন