নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পোস্টাল ভোটে জালিয়াতির সুযোগ থাকায় এবং ত্রুটিপূর্ণ ফল আসার কারণে নির্বাচন স্থগিত করা উচিত। তাই জনগণ যতক্ষণ পর্যন্ত ‘যথাযথভাবে, দৃঢ়তার সাথে ও নিরাপদে’ ভোট দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন বিলম্বিত করা উচিত। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের এ দাবিকে সমর্থন করার মতো খুব সামান্যই তথ্যপ্রমাণ আছে। এবার করোনা ভাইরাস মহামারির কারণে জনস্বাস্থ্যের বিষয় মাথায় রেখে পোস্টাল ভোট সহজ হবে বলে মনে করে যুক্তরাষ্ট্রের অনেক রাজ্য।
ভিন্নবার্তা ডটকম/এসএস