রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল আদর্শবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নয় তলা থেকে পড়ে জসীমউদ্দীন (১৯) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টায় মৃত ঘোষণা করেন।
জসীমউদ্দীনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী নাজমুল জানান, জসিম রাজমিস্ত্রির কাজ করত। নয় তলা ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, জসিমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার বিশালপুর গ্রামে। তিনি ওই এলাকার দেওয়ানের ছেলে। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানিয়েছি।
ভিন্নবার্তা ডটকম/এন