যশোরের মনিরামপুর উপজেলায় এক অটোরিকশা চালককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত রফিকুল ইসলাম (৫০) উপজেলার মধুপুর গ্রামের আমারত হোসেনের ছেলে ।
যশোর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার কুশলিয়া গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
তিনি বলেন, রফিকুল অটোরিকশা চালিয়ে মনিরামপুর বাজার থেকে বাড়ি যাওয়ার পথে তাকে গুলি করা হয়। বুকে ও ডান হাতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। “ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।”
ঘটনাস্থল থেকে তার অটোরিকশা উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্তসহ খুনি ধরার চেষ্টা করছে বলে জানান পুলিশ কর্মকর্তা তৌহিদুল ইসলাম।
স্থানীয় হরিদাশকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপদভঞ্জন পাঁড়ের দাবি, “নিহত রফিক একসময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ছিলেন। গত এক বছর ধরে তিনি সংগঠনের বাইরে ছিলেন।”
ভিন্নবার্তা ডটকম/এসএস