ধর্ম আমার ধর্ম তোমার
ধর্ম সমাজ গড়ে,
ধর্ম দিয়ে ভেদ বাধিয়ে
রক্ত কেন ঝরে?
ধর্ম সেতো মায়ের মতো
দেয়না কারেও ব্যথা,
ধারণ করে তারণ করে
গায় করুণার গাথা।
মা আমিনা ওই মেরি মা
যশোমতির শিশু,
কোথাও নবী কোথাও কৃষ্ণ
কোথাও আবার যিশু।
মত আলাদা পথ আলাদা
আচার ধারা ভিন্ন,
যে পথে যাই দেখিরে ভাই
প্রভুর চরণ চিহ্ন।
কেউ আজানে কেউ ভজনে
সেই পিতাকেই ডাকি,
চার্চে গিয়ে শির ঝুঁকিয়ে
বুকেতে ক্রশ আঁকি।
ভেদ বাসনা হিংসা ঘৃণা
নয়কো সেতো ধর্ম,
প্রেমের কথা মানবতা
শান্তি যে তার মর্ম।