1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মেজাজ গরম

মো.আব্দুর রাজ্জাক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ৭:০৪ pm

স্বামী বসা পাশের কক্ষে
স্ত্রী পড়ছে নামাজ,
সেখান হতেই শুনছে স্ত্রীর
প্রার্থনার আওয়াজ।
” হে খোদা দয়াময়
রহিম রহমান,
সব জায়গায় বজায় রেখো
স্বামীর সম্মান।
দূরে বা কাছে যেখানেই
থাক মোর স্বামী,
নিরাপদে রেখো তারে
ওগো অন্তর্যামী।
ব্যাধি মুক্ত রেখো তারে
রেখো সুহালে,
সাহায্যের হাত বাড়িয়ে দিও
কোনো বিপদ হলে। ”
নামাজ শেষে স্ত্রী এসে
বসলো স্বামীর পাশে,
সহাস্যে স্বামী তারে
এবার জিজ্ঞাসে,
“যতক্ষণ কাছে থাকি
মেজাজ দেখি গরম,
প্রার্থনায় কেনো দেখলাম
মনটা এতো নরম?
প্রার্থনায় যা যা তুমি
করলে উচ্চারণ,
মঞ্জুর হলে সুখের হবে
আমার জীবন। ”
“শোনো স্বামী বলি তোমায়
মেজাজ গরমের কারণ,
আসলে উদ্দেশ্য নহে
ভাঙ্গা তোমার মন।
খোচা দিয়ে বলি কথা
জানাই চাহিদা,
যদিও জানি কথা
আসলেও বেহুদা।
মনে তোমার কষ্ট দিতে
বলিনা ওসব কথা,
কথাগুলো বলি নিছকই
তোমার ভাঙতে নিরবতা।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ