ভোলার লালমোহন উপজেলার সর্বস্তরের মাদ্রাসা প্রধানদের সাথে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মনোনীত মাদ্রাসা শিক্ষা বিষয়ক কমিটির সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট আমিনুল ইসলাম ফিরোজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১১ টায় লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সকল পর্যায়ের মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারবৃন্দ অংশগ্রহণ করেন।
মত বিনিময় সভায় এডভোকেট আমিনুল ইসলাম ফিরোজ বলেন, ভোলা -৩ আসনের সাবেক ৬ বারের এমপি, সাবেক সফল মন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম আমাকে এ উপজেলার সর্বস্তরের মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন। আমি শতভাগ সততা এবং নিষ্ঠার সাথে সে দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। অতীতে লালমোহনে মাদ্রাসা শিক্ষার ব্যাপক উন্নয়ন হয়েছে মেজর হাফিজের হাত ধরে। মাঝখানে ১৭ বছর দুর্বৃত্তায়ন হয়েছে। মাদ্রাসা শিক্ষকদের সাথে অনেক অবিচার করা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে মাদ্রাসা সেক্টরে অবকাঠামো সহ সার্বিক উন্নয়ন করা হবে। ফিরিয়ে আনা হবে হারানো ঐতিহ্য। তিনি এসময় মাদ্রাসা শিক্ষকদের ভুয়সী প্রশংসা করেন। তিনি আরও বলেন আমি নিজে মাদ্রাসা শিক্ষিত বিধায় মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে যা প্রয়োজন তা হৃদয় দিয়ে অনুভব করি। কেন্দ্রীয় মাদ্রাসাটিকে বহুতল মাল্টিপারপাস ভবনে সজ্জিত করা সহ নিরবচ্ছিন্ন পাঠদানের সূতিকাগার হিসেবে গড়ে তোলা হবে।পাশাপাশি অন্য সকল মাদ্রাসারও প্রয়োজনীয় উন্নয়ন করা হবে। এসময় তিনি সাবেক সফল মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও তার পরিবারের জন্য দোয়া চান। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নাজিরপুর দারুল আউলিয়া হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসেম, সেরাজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শফিউল্লাহ চতলা হাসেমীয়া মজিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর, ডাওরিহাট ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আবু তাহের, চতলা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ এমরান, আব্দুল মোতালেব দাখিল মাদ্রাসা সুপার মাওলানা ইব্রাহিম, সাফিয়া খানম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মহিবুল্লাহ, কুন্ডের হাওলাদার দাখিল মাদ্রাসা সুপার বশির উল্লাহ, মহেশখালী ফজর আলী দাখিল মাদ্রাসার সুপার মোস্তফা কামাল সহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার সুপারের উপস্থিত ছিলেন। সভায় তার তাদের মতামত তুলে ধরেন এবং নবনিযুক্ত সভাপতিকে শুভেচ্ছা জানান। সবশেষে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে মতবিনিময় সভাটি সমাপ্ত হয়।
ভিন্নবার্তা ডটকম/এন