মৌসুমে প্রথমবার অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠ এম চিদাম্বরামে টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে মুস্তাফিজুর রহমানের দল। দুই ম্যাচে দারুণ পারফর্মের পর তৃতীয় ম্যাচেও নিজের জায়গা পাকা রেখেছেন দ্য ফিজ।
দিল্লি ক্যাপিটালসের হোম ম্যাচে বিশাখাপত্তমে খেলতে নামছে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন চেন্নাই। টস অবশ্য এদিন জেতা হয়নি রুতুরাজের। টসে জিতে অবশ্য চেন্নাইকে বোলিংয়ে পাঠিয়েছেন দিল্লি অধিনায়ক ঋষভ পান্ত। আগের দুই ম্যাচেই পরাজয়ের পর এদিন ভালো কিছুর প্রত্যাশা নিয়েই মাঠে নামছে রিকি পন্টিংয়ের শিষ্যরা। অন্যদিকে চেন্নাইয়ের প্রত্যাশা নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখা।
ভিন্নবার্তা ডটকম/এন