মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের দড়ি বাউশিয়া এাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. হোসেন (৪৮), তিনি কুমিল্লা জেলার দেবিদারের মৃত চান মিয়ার ছেলে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ৫ জনকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, ‘দুপুর ২টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠে রং সাইডে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় বাসটি মহাসড়কে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী মারা যায় এবং ১০ যাত্রী আহত হয়।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. কবির হোসেন খান বলেন, বাস ও কার্ভাড ভ্যান দুটি ভবেরচর ফাঁড়িতে রয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
এমএম/শিরোনাম বিডি