দৈনিক যুগান্তরের সাংবাদিক রেজাউল করিম প্লাবনকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। রাজধানীর পল্লবী থানায় এক নারীর বাবার অভিযোগের ভিত্তিতে তাকে ডেকে নেওয়া হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পল্লবী থানা পুলিশ প্লাবনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।
রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ মিয়া জানান, একটা মেয়ে ঘটিত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্লাবনকে ডাকা হয়েছিল। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে পল্লবী থানার এক কর্মকর্তা জানান, প্লাবনকে একটি অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাবাদের জন্য থানায় আনা হয়।
জানা গেছে, এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে ওই নারীর বাবার অভিযোগের ভিত্তিতে পল্লবী থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য প্লাবনকে হেফাজতে নেয়।
এর আগে প্লাবনের বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক, বিয়ে, যৌতুক দাবি ও ভ্রুণ হত্যার অভিযোগে মামলাও দায়ের করেন সাংবাদিক সাজিদা ইসলাম পারুল।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ