1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মুখ ও মুখোশ

সঞ্জয় কুমার পাল
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ৯:১৪ pm

কোনটা মুখ কোনটা মুখোশ
আজকাল চেনা যায় না,
ব্যবহার গুণেই মানুষ চিনতে হয়
এর বিকল্প হয়না ।
আয়নায় সুন্দর চেহারা দেখা যায়
অন্তরে থাকে না হুঁশ ,
কূটকৌশলে ভরা থাকে অন্তর
পড়ে থাকে ভালোর মুখোশ।
পথে প্রান্তরে যে দিকে তাকাই
কতো বৈচিত্র্য রকমের মুখোশ,
আসল মুখটা দেখতে দেয় না তারা
দেখাতে বললে হয় নাখোশ।
আমরা প্রতিদিন মুখোশ দেখেই
বিশ্বাসে বাঁধি বুক,
পরিণামে অন্তরালের আসল মুখটা
অলখে দিয়ে যায় দুখ।
যখন আমরা মুখটাকে চিনে নিয়ে
মুখোশটাকে চাই ছিড়তে,
মুখোশধারী আরো শয়তানরা তখন
কিছুতেই দেয় না কাছে ভিড়তে।
মুখোশের ব্যবসা খুবই রমরমা
চাহিদার নেই শেষ,
মুখোশের আড়ালের বিশ্রী মুখগুলো
উৎসাহ যোগাচ্ছে বেশ।
আমরা এবার মুখ না মুখোশ
কিছুই করবো না যাচাই,
যার সাথে হবে লেনদেন মোদের
তার মনুষ্যত্বগুণ চাই।



আরো




মাসিক আর্কাইভ