মো. সেলিম খান: উল্লাপাড়া: উল্লাপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগীতায় মাদকদ্রব্যরে অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয় বিআরডিবি হলরুমে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডঃ ফারুক আহম্মদ। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুন নাহার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা
গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রিবলী ইসলাম কবিতা।
সভায় শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, মসজিদের ইমাম,ইউনিয়ন পরিষদের চেয়ারমানগন ও সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ, আনসার সদস্য,সভায় মাদক নিয়ন্ত্রণে সকলেই একযোগে কাজ করা নিয়ে আলোচনা প্রাধান্য পায়। অচিরেই উল্লাপাড়া উপজেলাকে মাদক মুক্ত উপজেলা ঘোষনায় সকলেই সন্মিলিত ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন